ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

জীবনের শেষ সিনেমার পোস্টার শেয়ার করলেন থালাপতি বিজয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ২৭ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বিজয় থালাপতি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় নায়ক। তিনি সিনেমাকে বিদায় জানানোর ঘোষনা দিয়েছেন। অভিনেতা মনে করেন, তার কাজ করা উচিত মানুষের জন্য। এরই মধ্যে নিজের রাজনৈতিক দল গঠন শুরু করেছেন। বেশকিছু জনসভাও করেছেন আর তাতে মানুষের অভূতপূর্ব সাড়া দেখা গেছে। ফলে সিনেমা নিয়ে আর বেশি ভাবছেন না বিজয়। এর মধ্যেই শেষ সিনেমার ঘোষণা দিলেন তিনি।

থালাপতি বিজয় জানিয়েছেন, তার শেষ সিনেমা ‘জন নায়ক’। এটি তার ৬৯তম সিনেমা। সিনেমার পরিচালক এইচ বিনোদ। এরপর তিনি দেশের রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ক্যারিয়ারে ৬৯তম সিনেমায় অভিনেতাকে প্রেক্ষাগৃহে শেষবার দেখা যাবে। সিনেমার নাম ‘জন নায়ক’। এরপর বিজয় পুরোদমে রাজনীতিতে সময় দেবেন।

ইতোমধ্যে নিজের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছেন এই সুপারস্টার।

এইচ বিনোদ পরিচালিত ‘জন নায়ক’ সিনেমায় বিজয়কে দেখা যাবে একজন রাজনৈতিক নেতার চরিত্রে। থালাপতি বিজয় এক্স হ্যান্ডলে ‘জন নায়ক’ সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেছেন। সেখানে সাদা পোশাক পরা অবস্থায় জনগণের সামনে তাকে দেখা গেছে। সেলফি তোলার পোজ নিয়েছেন বিজয়।

তিনি মানুষের মধ্যে আছেন এ কথাই বোঝাচ্ছেন। সেই সঙ্গে জানিয়েছেন সিনেমার সেকেন্ড লুকও দ্রতই আসবে। জানা গেছে, অভিনেত্রী পুজা হেগড়ে, মমিতা বাইজু ও ববি দেওল থাকবেন এতে। এই মুহুর্তে ভারতের মিউজিক সেনসেশান অনিরুধ রবিচন্দন সুর করবেন সিনেমাটির।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি