ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

জীবনের সাফল্য কি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১০ সেপ্টেম্বর ২০২১

এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া অসাধারণ একটি চিঠি-

‘যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের ‘সাফল্য’!

যখন হাঁটতে শিখলাম মনে হল এটাই ‘সাফল্য’!

যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই ‘সাফল্য’!

এরপর স্কুলে গেলাম, শিখলাম প্রথম হওয়াটা বা সবার চেয়ে বেশি নম্বর পাওয়াই ‘সাফল্য’।

এরপর বুঝলাম, না, আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটাই ‘সাফল্য’। ভুল ভাঙল। বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই ‘সাফল্য’। এখানেই শেষ নয়, এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কোনো জায়গায় চান্স পাওয়াটাই ‘সাফল্য’, যেটা পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে।

আরো পরে বুঝলাম যে, পড়া শেষে ভালো চাকরি পাওয়া এবং অনেক রোজগার করাটাই ‘সাফল্য’। 

এরপর বুঝলাম, নিজের টাকায় একটি ছোট বাড়ি করাই ‘সাফল্য’। পরে বুঝলাম, সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল ‘সাফল্য’।

আবার ভুল ভাঙল, এরপর দেখলাম ভাল দেখে বিয়ে করে সুখে সংসার করাটাই আসল ‘সাফল্য’। বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালো ভাবে বড় করাটাই ‘সাফল্য’। ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই ‘সাফল্য’। মেয়ে হলে একটা ভালো ফ‍্যামেলীর ভালো চাকুরি করে এমন ছেলের সাথে বিয়ে দেওয়াটাই ‘সাফল্য’।

এরপর এলো আমার রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক বিনিয়োগ করে ব্যবহার করতে পারাই ‘সাফল্য’।

এরপর যখন সবাই মিলে একাকী কবরে রেখে মাটি চাপার প্রস্তুতি নিল, মরার একটু আগেই বুঝলাম, পৃথিবীতে ‘সাফল্য’ বলে কোন কিছুই স্থায়ী লক্ষ্য নেই!

পুরোটাই এগিয়ে যাওয়ার জন্য নিজের তৈরী করা একটা প্রতিযোগীতা। যার মূলে আছে আকাশ ছোঁয়া আকাঙ্খা, যা কখনো পূর্ণ হবার নয়। 

তখন বুঝতে পারলাম এর থেকে জীবনের প্রতিদিন বা প্রতি মূহুর্ত আনন্দের সঙ্গে সুস্থ থাকা ও অন্যের জন্য কাজ করতে পারাই ‘সাফল্য’ এর মূল লক্ষ্য হলে অনেক ভালো হতো! কিন্তু এটা বুঝতে অনেক দেরী করে ফেলেছি।

জীবন কে খুঁজুন, জীবন কে বুঝুন! নিজেকে ভালবাসুন। অন্যদের সম্মান দিন, ভালবাসুন। বিশেষ করে যাদের ভালবাসার খুবই প্রয়োজন। শেষ অবধি ভালবাসাপূর্ণ, আনন্দঘন আর সুস্থ একটি জীবনযাত্রা সম্পন্ন করতে পারাই সফলতা।
(ফেসবুক থেকে সংগ্রহ)
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি