ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জুটি হলো না টু- ডব্লিউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ২৩ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:০৫, ২৩ আগস্ট ২০১৭

ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস জুটির স্বপ্নের প্রত্যাবর্তন হচ্ছে না। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি ‘মুলতান সুলতানস’-এ দুই সাবেক ফাস্ট বোলারের জুটি বাঁধার কথা ছিল।

ওয়াসিম আকরামকে আগেই তারা ক্রিকেট অপারেশন্স পরিচালকের পদে নিয়োগ দিয়েছে। কথা ছিল, দলের প্রধান কোচ হবেন ওয়াকার ইউনুস।

এই খবরে চাঞ্চল্য দেখা গিয়েছিল সেদেশের ক্রিকেটে। কিন্তু ওয়াকার শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন।

ধারণা করা হচ্ছে, খেলোয়াড়ি জীবনে তাদের মধ্যে যে রেষারেষি ছিল, তা আজও অব্যাহত। তারই জেরে ভিন্ন ভূমিকায় দুই বিখ্যাত ‘ডব্ল–’র জুটি দেখা গেল না এই টি ২০ টুর্নামেন্টে।

জিও টিভিতে তেমন আভাসই দিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনুস।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি