জুভেন্টাসকে উড়িয়ে শীর্ষস্থান আরও মজবুত নাপোলির
প্রকাশিত : ১০:৪১, ১৪ জানুয়ারি ২০২৩
ইতালিয়ান ফুটবল লিগ সিরি-আ লিগে বড় জয় পেয়েছে নাপোলি। জুভেন্টাসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। তাতে শীর্ষস্থান আরও মজবুত হলো নাপোলির।
দিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় নাপোলি। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান জর্জিয়ান ফরোয়ার্ড কোয়াটশেলিয়া। বিরতির তিন মিনিট আগে এক গোল শোধ করেন অ্যাঞ্জেল ডি-মারিয়া।
তবে বিরতি থেকে ফিরে আক্রমণের ধার ধরে রেখে আক্রমণে যায় নাপোলি। ৫৫তম মিনিটে ব্যবধান ৩-১ করেন আমির রাহমানি। একই ধারায় আরও দুটি গোল পায় স্বাগতিকরা।
৬৫তম মিনিটে ওসিমেন আর ৭২তম মিনিটে ব্যবধান ৫-১ নিয়ে যান বদলি নামা এলজিফ এলমাস। তাতে জয় নিশ্চিত হয় নাপোলির।
প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম জুভেন্টাস সিরি আ’র ম্যাচে পাঁচটি গোল হজম করলো। শেষবার তারা এমন হারের শিকার হয়েছিল ১৯৯৩ সালের মে মাসে পেসকারার কাছে। সেবার ৫-১ ব্যবধানে হেরে ছিল জুভেন্টাস।
এ জয়ে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো নাপোলি। ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে জুভেন্টাস।
এএইচ