ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

জুভেন্টাসকে বিদায় করে শেষ চারে আয়াক্স

প্রকাশিত : ১১:১৭, ১৭ এপ্রিল ২০১৯

চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে আয়াক্সের মাঠে ড্র করতে ঘাম ছুটে গিয়েছিল জুভেন্টাসের। তবে নিজেদের আঙিনায় ফিরে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিল তুরিনের বুড়িরা। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ানো আয়াক্সের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। ফলে শেষ চারে উঠে গেল নেদারল্যান্ডসের দলটি।

মঙ্গলবার রাতে জুভেন্টাসের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নেয় এরেদিভিসের শিষ্যরা। দুই ম্যাচ মিলে তাদের পক্ষে গোলের গড় দাঁড়াল ৩-২।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। মিরালেম পিয়ানিচের কর্নারে রোনালদোর হেড এক ড্রপ খেয়ে জালে জড়ায়। চলতি আসরে যা রোনালদোর ষষ্ঠ এবং সবমিলিয়ে রেকর্ড ১২৬তম গোল।

তবে ম্যাচে ফিরতে বেশি দেরি করেনি অতিথিরা। ৩৪তম মিনিটে ম্যাচে সমতা ফেরান ডাচ ফরোয়ার্ড ডন ফন ডি বিক। হাকিম জিয়েচির সহায়তা গোলটি করেন তিনি। সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৭তম মিনিটে আয়াক্সকে সেমিফাইনালের টিকিট এনে দেওয়া গোলটি করেন ডি লিট। কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড করে বল জালে জড়ান তিনি।

ম্যাচের বাকিটা সময়ে কঠিন হয়ে যাওয়া সমীকরণ আর মেলাতে পারেনি জুভিরা। ফলে গুরুত্বপূর্ণ জয়টি নিয়ে মাঠ ছাড়তে পারে আয়াক্স।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি