ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জুভেন্টাসে যোগ দিচ্ছেন রোনাল্ডো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ৪ জুলাই ২০১৮

জল্পনা অনেকদিনের! চ্যাম্পিয়ন্স লিগ জিতে সিআর সেভেনের কিছু মন্তব্য সেই জল্পনাকেই আরও উসকে দিয়েছে৷ শেষ ষোলোয় বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার পর রোনাল্ডোর ক্লাব বদল করা নিয়ে নতুন করে জল্পনার শুরু হয়েছে৷ রিয়াল মাদ্রিদ এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো ধীরে ধীরে সমার্থক হয়ে উঠছিলেন৷ শেষ ৯ বছরে স্প্যানিশ ক্লাবটির হয়ে ভেঙেছেন একাধিক রেকর্ড৷ কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের হয়ে টানা তৃতীয়বার এবং মোট পঞ্চমবার ইউরোপ সেরার খেতাব জেতেন সিআর সেভেন৷

৯৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে পা রেখেছিলেন রোনাল্ডো৷ ২০০৯-১০ মৌসুমের সেই ট্রান্সফারের পর রিয়ালের হয়ে অনবদ্য ফুটবল উপহার দিয়েছেন রোনাল্ডো৷ দলকে টানা তিনবার ইউরোপ সেরার তকমা এনে দিয়েছেন৷ এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার হয়েও বেতনের দিক থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় নন সিআর সেভেন৷ স্বাভাবিকভাবেই ক্লাব পরিবর্তন করে দর বাড়াতে চাইবেন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড৷

কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হন সিআর সেভেন৷ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের হ্যাটট্রিক করার পর রোনাল্ডো বলেছিলেন, ‘আগামী কয়েকদিন নিজেকে সময় দিতে চাই৷ তারপর সেই সমস্ত ফ্যান যারা সব সময় আমার পাশে থেকেছেন তাদের আমার সিদ্ধান্তের কথা জানাবো৷ রিয়াল মাদ্রিদে কাটানো সময়টা সুন্দর৷’ পর্তুগাল ফরোয়ার্ডের এই উক্তিই জল্পনা উসকে দিয়েছে যে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত মানসিকভাবে নিয়েই ফেলেছেন তিনি৷

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি