ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জুভেন্টাসের অনুশীলনে যোগ দিয়েছেন রোনাল্ডো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ৩১ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:১২, ৩১ জুলাই ২০১৮

জুভেন্টাসে পা দিয়েছেন হপ্তা দুয়েক তো হবেই। এর মধ্যে আর মাঠে নামা হয়নি রোনাল্ডোর। তবে খুব শিগগিরই নতুন ঠিকানায় মাঠে নামবেন সিআর সেভেন। তারই লক্ষ্যে প্রথমবারের মতো যুভির হয়ে অনুশীলন করতে দেখা গেছে রোনাল্ডোকে।

ইএসপিএন তাদের প্রতিবেদনে জানায়, রোববার নিজস্ব বিমানে পরিবারসহ তুরিনে পা রাখেন রোনাল্ডো। পরদিন ক্লাবের অনুশীলনে যান ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড। প্রাক-মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে খেলতে বর্তমানে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। তার সহাকারী আলদো দোলসেত্তির অধীনে সোমবার অনুশীলনে রোনাল্ডো ছাড়াও অংশ নেন ছুটি কাটিয়ে ফেরা পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়াইন, হুয়ান কুয়াদরাদো ও দগলাস কস্তা।

রিয়ালের সঙ্গে নয় বছরের ক্যারিয়ারে ইতি টেনে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে জুভেন্টাসে পা রাখেন রোনাল্ডো। আগামী ১৯ অগাস্ট কিয়েভের বিপক্ষে তার মাঠে নামার কথা রয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি