ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জুভেন্টাসের নাটকীয় জয়

প্রকাশিত : ১২:৪৭, ২৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:৫০, ২৮ জানুয়ারি ২০১৯

লাজিওর মাঠে প্রথম গোলটি নিজেদের জালেই ঢুকিয়েছিলেন জুভেন্টাসের এমরে কান। ফলে হারের শঙ্কায় পড়েছিল অতিথিরা। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে সেরি আয় অসাধারণ এক জয় নিয়ে ফিরল টানা সাতবারের চ্যাম্পিয়নরা।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে মাসিমিলানো আললেগ্রি দল। ম্যাচের তিনটি গোলই করেছেন জুভেন্টাসের খেলোয়াড়রা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকে চাপে পড়ে যায় রোনালদো-দিবালারা। একের পর এক আক্রমণে জুভেন্টাস রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে স্বাগতিকরা। ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি লাজিও পায় ১৯তম মিনিটে। কিন্তু কাজের কাজটি করতে পারেনি তারা। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে উপহার পায় লাজিও। ম্যাচের ৫৯তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়ান জুভেন্টাসের মিডফিল্ডার এমরে কান।

এক গোলের লিড নিয়ে সেটি ধরে রাখার দিকেই মনোযোগ দেয় স্বাগতিকরা। তবে ম্যাচের ৭৪তম মিনিটে সমতায় ফেরে অতিথিরা। পাওলো দিবালার শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি বল ফাঁকায় পেয়ে জালে পাঠান জুভেন্টাসের পর্তুগিজ ডিফেন্ডার হুয়াও কানসেলো।

আর ম্যাচের ৮৮তম মিনিটে বুলেট স্পট কিকে দলের জয়সূচক গোলটি করেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। প্রথম গোলদাতা কানসেলোকে ডি-বক্সে রোমানিয়ার ডিফেন্ডার স্টেফান ফেলে দিলে পেনাল্টিটি পায় জুভেন্টাস। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভিরা।

এ জয়ে এখনও পর্যন্ত অপরাজিত থাকা জুভেন্টাস ২১ ম্যাচে ১৯ জয় ও দুই ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪০। নয় জয় ও পাঁচ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লাজিও।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি