ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই অভ্যুত্থানে শহীদ মুগ্ধ’র বন্ধুর ওপর হামলা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৪, ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘পানি লাগবে পানি’ মুগ্ধর হৃদয় আকৃষ্ট করা সেই ভিডিও ধারণকারী তার বন্ধু খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের জাকিরুল ইসলাম জুনিয়রদের দ্বারা মারপিটের শিকার হয়েছেন। তাকে জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এ ঘটনায় ভুক্তভোগী মো. জাকিরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগপত্রে জাকিরুল উল্লেখ করেন, গত ৮ মার্চ রাত ১০টা ২০ মিনিটের দিকে খান বাহাদুর আহসানউল্লাহ হলের সামনে চা-জুসের দোকানের কাছে ২১ ব্যাচের এক শিক্ষার্থীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। 

এর জের ধরে পরবর্তীতে রাত ১০টা ৫০ মিনিটের দিকে ২১ ব্যাচের ১০-১১ জন শিক্ষার্থী বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের উত্তর ব্লকের তৃতীয় তলায় এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী সৈকত বলেন, ‘আমি রুমের মধ্যে ছিলাম। বাইরে চিৎকার শুনে বের হয়ে দেখি কয়েকজন মিলে জাকিরকে টানাটানি করে মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জাকির যেতে চাইছিল না, তখন ওদের মধ্যে একজন তাকে কিল-ঘুষি মারে এবং গালাগাল দেয়।’

রসায়ন ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী আরিফ বলেন, ‘আমি দেখি হলে কয়েকজন জুনিয়র শিক্ষার্থী জাকিরকে ধাক্কাচ্ছে। আমি তাদের থামিয়ে নিজেদের মধ্যে মীমাংসা করতে বলি। কিন্তু তারা জানায়, এটি তাদের ডিসিপ্লিনের বিষয়।’

অভিযুক্ত শিক্ষার্থীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তারা দাবি করেছেন, প্রাণনাশের হুমকির কোনো ঘটনা ঘটেনি এবং বিষয়টি নিজেদের মধ্যেই মীমাংসা করবেন।

এদিকে, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের প্রভোস্ট ড. মো. সফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার কিছু সত্যতা পাওয়া গেছে। তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত যাচাই করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বলেন, ‘আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হবে এবং রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি