জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রস্তুত করবে সরকার
প্রকাশিত : ২১:৫১, ৩০ ডিসেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর এবার সরকারের উদ্যোগে প্রস্তুত করা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে এক জরুরি বার্তায় প্রেস উইং জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করতে যাচ্ছে। ছাত্রদের এমন উদ্যোগের বিষয়ে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।
এসএস//
আরও পড়ুন