ঢাকা, শুক্রবার   ২১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসা ব্যয় প্রায় ২০ কোটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ২০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত রোগী অ্যাটেনডেন্ট এবং রোগীদের সঙ্গে থাকা একজন দোভাষীসহ আহতদের চিকিৎসা, যাতায়াত, আবাসন, খাবার, ভিসা ও পাসপোর্ট, ব্যাংকচার্জ ও আনুষঙ্গিক খরচ হিসেবে প্রায় ২০ কোটি টাকা খরচ হয়েছে।

আগামী শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের এ রিপোর্ট জমা দেবে। বৃহস্পতিবার (২০ মার্চ) অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই: প্রেস সচিব

জানা গেছে, আন্দোলনে আহত ৪০ জন রোগীর বিদেশে চিকিৎসার খরচ, রোগীদের সঙ্গে থাকা ২৫ জন অ্যাটেনডেন্ট, দোভাষী খরচসহ অন্যান্য খরচ দেখানো হয়েছে ১৯ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ৯৪০ টাকা। ব্যয়ের বিবরণ স্বাস্থ্য সেবা বিভাগ উপদেষ্টা পরিষদকে জানিয়েছে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, আগামী শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট আমরা আশা করছি এই মাসেই অথবা প্রধান উপদেষ্টার চীন সফর শেষে জমা হবে। ক্রীড়া প্রতিষ্ঠানে বিভিন্ন অ্যাডহক কমিটি ছিল। সেগুলো পরিবর্তন করার জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এই সার্চ কমিটির জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। আজকে চিঠির মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি