জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি না হওয়ায় এনসিপির ক্ষোভ
প্রকাশিত : ২১:৪৬, ২১ মার্চ ২০২৫

ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সাত মাস পেরিয়ে গেলেও গণহত্যাকারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিরুদ্ধে দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে, জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল।
শুক্রবার (২১ মার্চ) এক জরুরি প্রেস-বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এনসিপি।
দলটির দাবি, এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচার প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। তারা অবিলম্বে জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদি রেজিমে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে কার্যকর অগ্রগতি দেখতে চায়।
সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। এনসিপি তাঁর এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত। দলটি দাবি করেছে, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, আগ্রাসনবিরোধী আন্দোলনে সহিংসতা, গুম-ক্রসফায়ার ও ভোট ডাকাতির মতো অপরাধের বিচার না করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল।
এনসিপি জানিয়েছে, বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দলটি রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আসন্ন "জুলাই সনদ" ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
এমবি//
আরও পড়ুন