ঢাকা, শনিবার   ২২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই শহিদ কন্যাকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, ডিবি’র জালে পলাতক আসামি

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৬, ২২ মার্চ ২০২৫ | আপডেট: ০৯:৩২, ২২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালী জেলার দুমকীতে জুলাই বিপ্লবে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি সিফাত মুন্সিকে আটক করেছ ডিবি পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) ভোর ৫ টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রামের নানা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা।

ধর্ষণ মামলার ২ নম্বর আসামি সিফাত মুন্সি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলগী গ্রামের সোহাগ মুন্সির ছেলে।

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন, সম্প্রতি দুমকী থানার দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোঃ সিফাত মুন্সিকে (১৯) তার নানা বাড়ি থেকে আটক করা হয়ছে।

গত মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে উপজেলার আলগী এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগ তুলে ভুক্তভোগী ওই শহিদ কন্যা পরের দিন বুধবার (১৯ মার্চ) নিজে বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামি সাকিব মুন্সিকে (১৭) ওইদিনই গ্রেপ্তার করে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি