ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই শহীদ ওয়াসিমের বাবা যোগ দিচ্ছেন রাজনৈতিক দলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গত বছরের ১৬ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম। তার বাবা শফিউল আলম রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন।

জানা গেছে, শহীদ ওয়াসিমের বাবা তরুণদের নেতৃত্বাধীন নতুন দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) এমন খবর দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

এনসিপি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ওয়াসিমের বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন হান্নান মাসউদ।

পোস্টে তিনি লেখেন, ‘শহীদ ওয়াসিমের বাবা। গতকাল বুধবার (৫ মার্চ) জাতীয় নাগরিক পার্টির অফিসে এসেছিলেন। একজন পরিচয় করিয়ে দিল, আর জানাল- উনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন।’

তিনি আরও লেখেন, “আমি তাকে নাহিদ ভাইয়ের রুমে নিয়ে গেলাম। সেখানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং জানালাম, উনি আমাদের দলে যোগ দিতে চাচ্ছেন। উনি সঙ্গে সঙ্গে বললেন, ‘দলটা তো আমারই, আলাদাভাবে যোগ দিতে হবে কেন আমাকে! জীবনের শেষদিন পর্যন্ত এ দলের সঙ্গেই থাকব।’ 

চোখে পানি চলে এসেছিল ওনার কথা শুনে। কত রক্ত, কত জীবনের বিনিময়ে আমাদের এ প্ল্যাটফরম, যোগ করেন হান্নান মাসউদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি