ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ১ আগস্ট ২০২৩

দেশে চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা ১৯৭ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাস জুনের তুলনায় ১০ দশমিক ২৭ শতাংশ কম। জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২১৯ কোটি ডলার।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মো. সরোয়ার হোসেন গণমাধ্যমকে বলেছেন, জুলাই মাসেও ভালো প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য মতে এক বছর আগের তুলনায় রেমিট্যান্স কমেছে ৫ দশমিক ৮৬ শতাংশ। গত বছরের জুলাই মাসে প্রবাসীরা ২০৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন দেশে।

বিশ্লেষকরা বলছেন, ঈদের কারণে জুন মাসে প্রবাসী আয় বেড়েছিল। সেটা অন্যান্য সময়ের চেয়ে সব সময় বেশিই হয়।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি