ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জুসের প্যাকেটে পাওয়া গেল আড়াই কেজি স্বর্ণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৪:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দু’কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২ পিস স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা। 

স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিভেনটিভ টীমের সহকারি রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম। 

তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের এ চালানটি জব্দ করা হয়।

সাজ্জাদুল ইসলাম জানান, শাহজালাল বিমানবন্দরে দুই ও তিন নম্বর লাগেজ বেল্টের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি জুসের প্যাকেটে ২২টি পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম। 

জব্দকৃত স্বর্ণ কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে।

তবে, এ ঘটনায় কেউ আটক হয়নি। বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি