ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

জেঁকে বসেছে শীত, সূর্যের দেখা মিলছে না

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১১:১৮, ১২ জানুয়ারি ২০২৪

সারাদেশেই জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সাথে ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষেরা। উত্তরের বেশিরভাগ জেলায় প্রায় সারাদিনই সূর্যের দেখা মেলে না। অনেক জেলারই তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির নিচে।

দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা কমেছে। ঘনকুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। এতে বেড়েছে শীতের অনুভূতি।

ঘনকুয়াশা আর কনকনে ঠাণ্ডায় জবুথবু উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন।

৫ দিন ধরে সূর্যের দেখা মেলেনি রংপুরে। শীত বস্ত্রের অভাবে বিপাকে ছিন্নমূল মানুষেরা। 

রাতের পাশাপাশি দিনের বেশির ভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকছে উত্তরের আরেক জেলা কুড়িগ্রাম। তিনদিন ধরে সৃর্যের দেখা না মেলায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে এ অঞ্চলে। কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে মানুষজন। ঠাণ্ডা উপেক্ষা করে দিন মজুর ও নিম্ন আয়ের মানুষজন কাজে বের হলেও প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে কষ্টে আছে তারা।

গাইবান্ধাতে কুয়াশার দাপট না থাকলেও হিমেল বাতাসে স্থবির জনজীবন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারন করছে সাধারণ মানুষ।

উত্তরের হিমেল হাওয়ায় শীত জেকে বসেছে চুয়াডাঙ্গাতেও।

টানা চারদিন ধরে ঘনকুয়াশা আর হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত ঠাকুরগাঁও। ভীড় বেড়েছে গরম কাপড়ের দোকানে।

ঘনকুয়াশায় ঢেকে আছে মৌলভীবাজার। পারদ নেমে বেড়েছে শীত।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি