জেএসসিতে কুমিল্লায় পাসে ছেলেরা, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে
প্রকাশিত : ১৭:০৭, ৩১ ডিসেম্বর ২০১৯
কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর জেএসসি পরীক্ষায় গতবারের তুলনায় বেড়েছে পাসের হার। এ বোর্ডে এ বছর পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৩১ জন।
যেখানে তুলনামূলকভাবে পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও, জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা।
কুমিল্লা বোর্ডের অধীনে এ বছর ৬টি জেলার ১ হাজার ৯২৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২ লাখ ৭০ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। যেখানে পাস করেছে ২ লাখ ৪০ হাজার ৬২২ জন।
এর মধ্যে ২৩৯টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে, যা গত বছর ছিল ১৫৮টি।
একইসঙ্গে গতবছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ ছিল ৩ হাজার ৭৪২ জন। গত বছরের চেয়ে এবছর পাসের হার ও জিপিএ-৫’র সংখ্যা এবং শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
এআই/এসি
আরও পড়ুন