ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

জেদ্দা আওয়ামী পরিষদের ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ৬ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের কারণে কর্মহীন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ত্রাণ সমগ্রী বিতরণ করেছে জেদ্দা আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ)। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরবের জেদ্দা ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলে ত্রাণ বিতরণ করা হয়। 

এ সময় চাল, ডাল, তৈল, সবজি ও নগদ অর্থসহ অন্যান্য খাদ্য সামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জেদ্দা আওয়ামী পরিষদের উপদেষ্টা কাজি নেয়ামুল বশির, ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আবুল কালম আজাদ, সহ সভাপতি আরিফ ভুইঁয়া, সাধারণ সম্পাদক সারতাজুল আলম দিপু, যূগ্ন সম্পাদক শামিম চৌধুরী প্রমুখ উপস্থিত থেকে ত্রাণ বিতরণ তদারকি করেন।
 
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আল্লাহর রহমতে লকডাউন ঘোষণার ঠিক আগ মূহূর্তে আওয়ামী পরিষদের উদ্যোগে জেদ্দা ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলের অসহায় প্রবাসীদের পাশে গিয়ে কিছু খাবার সামগ্রিক দিতে পেরেছি। 

তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলা  শেখ হাসিনার যে কোনো নির্দেশনা মেনে ভবিষ্যতেও জেদ্দা আওয়ামী পরিষদের উদ্যাগে অসহায় মানুষের পাশে সেবা অব্যাহত থাকবে।

এই মুহূর্তে দেশে অবস্থান করা সংগঠনের সভাপতি কাজী নওফেল এক বিবৃতিতে বলেন, আমি আশা করি, সৌদি আরবে থাকা বাংলাদেশি ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও সংস্কৃতি সংগঠন সহ জেলা ভিত্তিক সমিতির সবাই কর্মহীন ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের পাশে দাঁড়াবেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি