জেনে নিন স্তন ক্যানসারের ৪ উপসর্গ
প্রকাশিত : ০৯:১৫, ৩০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:০২, ৩১ অক্টোবর ২০১৮
চিকিৎসকদের বলছেন, বয়স ৪০ পেরোলেই হাতের তালু দিয়ে মাঝে মাঝেই চেপে দেখুন স্তন ও বগল। কোনও মাংসপিণ্ডের উপস্থিতি টের পেলে বা স্তন বড় হয়েছে বুঝলেই চিকিৎসকের কাছে যান। কারণ প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এই ক্যানসার সম্পূর্ণ সারে। তাই দেরি করার মতো ভুল করবেন না। চলুন জেনে নেওয়া যাক স্তন ক্যানসারের উপসর্গগুলো-
১. বিশেষজ্ঞদের মতে, ব্যথাহীন মাংসপিণ্ড বগল অথবা স্তনে জন্ম নেওয়া এই রোগের অন্যতম প্রধান লক্ষণ।
২. অনেকের ক্ষেত্রেই স্তনবৃন্ত থেকে হলদেটে তরল নিঃসৃত হয়।
৩. স্তনবৃন্ত এক দিকে ঝুলেও পড়তে পারে।
৪. স্তনবৃন্ত থেকে রক্ত পড়তেও পারে।
সূত্র: আনন্দবাজার
একে//