ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জেনেভা কনসার্টে আফগান গায়কের শান্তির বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ২৯ মার্চ ২০২২ | আপডেট: ২০:৫৭, ২৯ মার্চ ২০২২

প্রখ্যাত আফগান গায়ক ফরহাদ দারিয়া ২৬শে মার্চ জেনেভায় তার ব্যান্ডকে নিয়ে লাইভ পারফর্ম করেন। বর্তমান যুগে সাংস্কৃতিক কূটনীতির গুরুত্ব তুলে ধরে শান্তির বার্তা দেওয়ার জন্যই তিনি সঙ্গীত বেছে নিয়েছেন।

সে সময় দারিয়া আফগানিস্তানের জনগণের পাশে দাঁড়াতে সমগ্র বিশ্বের কাছে আবেদন জানান। তিনি বলেন, ‘আফগানিস্তান হাতের ষষ্ঠ আঙুল বা বিশ্বের পরিত্যক্ত সন্তান নয়।’

প্রসঙ্গত, সারা ইউরোপ থেকে আফগান প্রবাসী সদস্যরা জেনেভার মুভেনপিক হোটেলে জড়ো হয়েছিল দারিয়ার ঐতিহাসিক কনসার্ট ‘মিউজিক ফর কন্সায়েন্স’ উপভোগ করতে।

যদিও দারিয়া সারা বিশ্বে আফগানদের মধ্যে একটি জনপ্রিয় মুখ, তবুও চলমান জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (এইচআরসি) অধিবেশনের পটভূমিতে অনুষ্ঠিত এই প্রোগ্রামটি পশ্চিম এবং আফগানিস্তানের জনগণের কাছে একটি বার্তা পাঠানোর জন্যই আয়োজন করা হয়েছিল। 

ওই অনুষ্ঠানে দারিয়া বলেন, ‘আফগানিস্তানে নারী ও অল্পবয়সী মেয়েরা দলগত ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের শিকার হয়। সেখানে নারীদের মৌলিক অধিকার বা শিক্ষার প্রতি কোনো সম্মান নেই। দেশটিতে যারা সংগীত চর্চা করছেন তাদের নির্যাতন ও গুলি করা হয়েছে এবং গান তৈরি করা একেবারেই বন্ধ করা হয়েছে। তালেবানরা এমনকি বাদ্যযন্ত্রও ধ্বংস করছে।’ স্থানীয় সংগীত শিল্পীদের সেখানে জনসমক্ষে নির্যাতন করা হয় বলেও অভিযোগ তুলেছেন তিনি।

তিনি আফগান জনগণের উপর নৃশংসতার কথা তুলে ধরেন সীমান্তের ওপারে বসে থাকা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পশ্চিমের সরকারগণের প্রতি আহ্বান জানান, ঠিক যেমনটি তারা করেছেন ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের অনেক প্রতিনিধি এবং প্রাক্তন আফগান সংসদ সদস্য এবং কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যসহ জাতিসংঘের বিশেষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কনসার্ট চলাকালীন আফগান প্রবাসী সদস্যরা নিজে দেশের স্মৃতিতে কাতর হয়ে পড়েন, বিশেষকরে আবেগঘন একটি পরিবেশের সৃষ্টি হয় যখন দেশাত্মবোধক গানগুলো পরিবেশন করা হচ্ছিলো। ওই গানগুলো সেই সময় সময় লাখো মানুষের আবেগকে প্রতিফলিত করেছিল যারা রাতারাতি নিজেদের সমগ্র দেশকে হারিয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি