জেনেভার ক্রীড়া আদালতে ভালো কিছু ফলাফলেরই আশা করছেন ইসিন বায়েভা
প্রকাশিত : ১৭:৩৫, ২০ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৩৫, ২০ জুলাই ২০১৬
জেনেভার ক্রীড়া আদালতে যুক্তি তর্ক শেষে ভালো কিছু ফলাফলেরই আশা করছেন পোল ভোল্টের রাণী রাশিয়ার ইসিন বায়েভা।
ব্রাজিলের রিওতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমস শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি । এর মধ্যে ড্রাগ নেয়ার অপরাদে পুরো রাশিয়া অ্যাথলিট দলকেই নিষিদ্ধ করার কথা ভাবছে আর্ন্তজাতিক অলিম্পিক কমিটি । গতকাল আইওসির জরুরী সভায় এক প্রকার সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে । আইওসি এখন আইনগত দিকগুলো খতিয়ে দেখছে । আর্ন্তজাতিক ডোপিং সংস্থা ওয়াদার রিপোর্টে এমনটাই সুপারিশ করা হয়েছে । সুইজারল্যান্ডের আদালতের রায়ের দিকে তাকিয়ে আছে রাশিয়া দল । এর আগে ১৯৮৪ সালে লস এঞ্জেলসে অনুষ্ঠিত অলিম্পিক গেমস বয়কট করেছিল রাশিয়া
আরও পড়ুন