ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জেপি’র বর্ধিত সভা আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫০, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা আজ শনিবার সকাল ১০টায় লালমাটিয়াস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি।

বর্ধিত সভায় দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, অর্থনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সভায় জেপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্য ছাড়াও সকল জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিব এবং অঙ্গ সংগঠন সমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

জাতীয় পার্টি-জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি