ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জেরুজালেম বিক্রির জন্য নয় :মাহমুদ আব্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০৮:৩৮, ৪ জানুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সহায়তা বন্ধের হুমকির পর এক প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, জেরুজালেম বিক্রির জন্য নয়। এর আগেও একাধিক টুইটে ফিলিস্তিনকে সহায়তা বন্ধের হুমকি হুমকি দেন ট্রাম্প। তার ওই হুমকির পর বুধবার মাহমুদ আব্বাস এ মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের প্রত্যেক বছর যুক্তরাষ্ট্র লাখ লাখ ডলায় সহায়তা দেয় এবং বিনিময়ে কোনো কৃতজ্ঞতা কিংবা শ্রদ্ধা পায় না। এমনকি তারা ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ঝুলে থাকা শান্তি চুক্তির ব্যাপারেও আলোচনা করতে চায় না। শান্তি চুক্তির আলোচনার ব্যাপারে ফিলিস্তিনিরা আগ্রহী নয়, কেন আমরা তাদেরকে এই বিশাল অর্থ সহায়তা দেব?


ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী না হওয়ায় ফিলিস্তিনকে দেয়া মার্কিন সহায়তা বন্ধের হুমকি দেন তিনি। ফিলিস্তিনের জ্যেষ্ঠ কর্মকর্তা হানান আশরাওয়ি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া সমস্যায় আছে বলে ট্রাম্পের করা টুইট প্রত্যাখ্যান করেছেন।

বছরে ৩০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা বন্ধে ট্রাম্পের হুমকিতে ফিলিস্তিনিদের ব্ল্যাকমেইল করা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার এক বিবৃতিতে আশরাওয়ি বলেন, অামাদের ব্ল্যাকমেইল করা যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের শান্তি, স্বাধীনতা এবং ন্যায়বিচারের দাবিতে আঘাত করেছেন। এখন নিজের দায়িত্বহীন কাজের পরিণতির জন্য ফিলিস্তিনিদের দায়ী করছেন।

গত ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি ও তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তার ওই ঘোষণার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গাজা উপত্যকায়।

ফিলিস্তিন বলছে, যুক্তরাষ্ট্র যে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারে না তা ট্রাম্পের ঘোষণায় পরিষ্কার হয়েছে। ট্রাম্পের ঘোষণার পরপরই ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, মধ্যপ্রাচ্যের জন্য কোনো ধরনের মার্কিন শান্তি পরিকল্পনা মেনে নেবেন না তিনি।

সূত্র : এএফপি, আলজাজিরা।

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি