ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জেরুজালেমে ‘ট্রাম্প স্টেশন’ করবে ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ২৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:২৪, ২৮ ডিসেম্বর ২০১৭

জেরুজালেমের পুরনো শহরের নিচে একটি রেলওয়ে টানেল তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। এরই অংশ হিসাবে পশ্চিম দেয়ালের কাছে `ট্রাম্প স্টেশন` তৈরি করবে দেশটি। তবে টানেল তৈরির এই পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউনেস্কো।

ইসরায়েলের পরিবহন মন্ত্রী ইয়াসরেয়েল কাটজ জানান, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই ট্রাম্পকে ধন্যবাদ জানাতেই তার এই পরিকল্পনা।

ইসরায়েল বলছে, তেল আবিবের সঙ্গে জেরুজালেমের সংযোগ ঘটাতে দ্রুতগতির ট্রেন চলাচলের বর্ধিত অংশ হিসাবেই এই নতুন রেলওয়ে টানেলটি তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ স্বীকৃতি সারা বিশ্বে নিন্দার ঝড় তোলেছে।

সূত্র: বিবিসি

একে//  এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি