ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জেসিআই`র আয়োজনে "তরুণ মনটারও জয় হোক" অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জেসিআই তিনটি চ্যাপ্টার জেসিআই ঢাকা হেরিটেজ, ঢাকা পাইওনিয়ার, ঢাকা সেন্ট্রাল এর আয়োজনে অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা "তরুণ মনটারও জয় হোক"।

আয়োজনটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ এর প্রেসিডেন্ট ইমরান কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান ড. ফাতিনাজ ফিরোজ।

আয়োজনটির মূল আলোচনা করেন লাইফস্পিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা: সায়েদুল আশরাফ কুশাল। ডা: কুশাল তার আলোচনায় তরুণদের মন ভালো রাখার জন্য নানান ধরনের পরামর্শ দিয়েছেন।

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, "জেসিআই তরুণদের জন্য কাজ করে। নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিতে সচেতন করার সুযোগ রয়েছে।"

আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই'র ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ফজলে মুনীম, ন্যাশনাল জেনারেল লিগাল কাউন্সিল মো: তাহসিন আজিম সেজান, ন্যাশনাল ট্রেজারার কাজী ফাহাদ, ন্যাশনাল ট্রেইনিং কমিশনার মো: আলতামিস নাবিল, ডিরেক্টর আল শাহরিয়ার, জনসংযোগ ও মিডিয়া কমিটি চেয়ার রাসেল আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিআই'র ন্যাশনাল অফিসারবৃন্দ এবং জেসিআই ঢাকা হেরিটেজ এর লোকাল প্রেসিডেন্ট মো: মোস্তাফিজ রিমাজ, জেসিআই ঢাকা সেন্ট্রালের লোকাল প্রেসিডেন্ট খশরু আহমেদ রনি, জেসিআই ঢাকা পাইওনিয়ার এর প্রেসিডেন্ট খন্দকার মো: ফিল্কুল আহমেদ এবং হাঙ্গার ফ্রী ওয়ার্ল্ড এর কান্ট্রি ডিরেকটর আতাউর রহমান মিটন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি