ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জোটসঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ২২ মার্চ ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

২০–দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। আগামী শনিবার সন্ধ্যা সাতটায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জোটের একাধিক শীর্ষ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন নিয়ে নতুন কৌশল ঠিক করা হতে পারে বলে জানা গেছে।
এদিকে আগামী শনিবার দলের নেতৃবৃন্দের সঙ্গে যৌথসভা ডেকেছে বিএনপি। ওই দিন সকাল ১০টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা হবে। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
যৌথসভায় দলের ৭৮ সাংগঠনিক জেলায় সফর ও ২৬ মার্চ উপলক্ষে বিএনপির কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি