জোড়া গোল করে আল নাসরকে জিতালো রোনালদো
প্রকাশিত : ০৯:৫৮, ৩০ নভেম্বর ২০২৪
বয়স ৩০ বছর হওয়ার পর ফুটবল ছাড়ার দিন গুণতে থাকেন অনেকে। ক্রিস্তিয়ানো রোনালদো তার ব্যতিক্রম। সেখানে বয়স ৩৯ হওয়ার পরেও রয়েছেন দারুণ ছন্দে। সেই ছন্দে আরও একবার জ্বলে উঠলেন ঘরের মাঠে। ডামাকের জালে একাই দুইবার বল পাঠিয়েছেন এই পর্তুগিজ তারকা। সিআর সেভেনের অসাধারণ নৈপুণ্যে ২-০ গোলে জিতেছে আল নাসর।
কিংস সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন রোনালদো। পেনাল্টি থেকে গোলটি করেন স্বাগতিক দলের পর্তুগিজ তারকা। ডি-বক্সের ভেতর আব্দেলকাদের বেদ্রানের ফাউল করলে তাকে হলুদ কার্ড দেখান রেফারি।রোনালদো দ্বিতীয় গোল করেন ৭৯ মিনিটে।
আল নাসর ২-০ গোলে এগিয়ে গেলে ম্যাচে ফেরার পথ বন্ধ হয়ে যায় ডামাকের। কেননা এর আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল সফরকারীরা। একজন কম নিয়ে খেলে আল নাসরের জালে বল জমা করা চাট্টিখানি কথা নয়। সময়ও বেশি ছিল না। শেষ পর্যন্ত নিজেদের অক্ষমতার প্রমাণই দিলো ডামাক।
১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্ট করে ডামাক। লক্ষ্য অর্জনে কিছুটা আক্রমণাত্মক হয়ে খেলে তারা। এরপরই ঘটে বিপত্তি। আল নাসরের তারকা মোহাম্মদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন ডামাকের ডিফেন্ডার আব্দেলকাদের বেদ্রান।
গতকাল জোড়া গোল করে ম্যাচের সেরা পারফর্মার নির্বাচিত হন রোনালদো। এ নিয়ে টানা ৩ ম্যাচে ম্যাচসেরা হলেন তিনি। ২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলে এখন পর্যন্ত ২০ গোল করলেন পর্তুগিজ সুপারস্টার।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে আছে আল নাসর। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইতিহাদ ও ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল হিলাল।
এমবি