ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

জ্ঞানের আলো ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জের ৬৯টি ভ্রাম্যমাণ লাইব্রেরি

প্রকাশিত : ০৯:৩৪, ৩ জুন ২০১৬ | আপডেট: ০৯:৩৪, ৩ জুন ২০১৬

জ্ঞানের আলো ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে ৬৯টি ভ্রাম্যমাণ লাইব্রেরি। জেলার ৬ উপজেলা ও দুই পৌরসভার হাজার হাজার মানুষের কাছে তারা পৌঁছে দিচ্ছে বই। জেলার বিভিন্ন স্থানে এরকম রয়েছে আরো ৫৪টি স্থায়ী লাইব্রেরী। জেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সহায়তায় গড়ে উঠেছে লাইব্রেরিগুলো। জ্ঞান মানুষকে বড় করে। আলোকিত করে জীবন। তাইতো মুন্সীগঞ্জের ৬৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় একটি করে ভ্রাম্যমাণ লাইব্রেরী শিক্ষার্থীসহ সবার হাতে পৌঁছে দিচ্ছে বই। গ্রামে-গঞ্জে বই নিয়ে ছুটছে লাইব্রেরিগুলো। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রেজিস্টারের মাধ্যমে বই নেয় আবার পড়া শেষে ফেরত দেয়। জ্ঞানের আলোয় উদ্ভাসিত হচ্ছে কোমলমতি শিশুরাও। জেলার প্রতিটি ইউনিয়নের নিজস্ব অর্থায়নে ও জেলা প্রশাসকের সহযোগিতায় চলছে লাইব্রেরিগুলো। যাবতীয় কাজ তদারক করছেন ইউনিয়নের সচিবরা। এরকম উদ্যোগে খুশি সবাই। মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে প্রয়োজন জ্ঞান অর্জন। সব শ্রেণীর মানুষ যাতে বই পড়তে পারে সেই লক্ষ্যেই উদ্যোগ নেয়া হয় লাইব্রেরি গড়ে তোলার। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই ব্যক্তি উদ্যোগে লাইব্রেরি গড়ার কাজে এগিয়ে এসেছেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি