জ্বর-কাশি আক্রান্তদের মসজিদে না যাওয়ার পরামর্শ
প্রকাশিত : ১৭:০৩, ১৭ মার্চ ২০২০ | আপডেট: ২০:১০, ১৭ মার্চ ২০২০

বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনা ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণে বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ জন। এই পরিস্থিতিতে বিদেশফেরত, জ্বর, হাঁচি ও কাশিতে আক্রান্ত এবং অসুস্থ ব্যক্তিদের মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইসলামি ফাউন্ডেশন (ইফা)।
মঙ্গলবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান ইফার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।
ইফার মহাপরিচালক জানান, ‘করোনা ভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমনসহ জনসমাগম পরিহারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো।’
আনিস মাহমুদ বলেন, ‘সতর্কতার এ বিষয়টি দেশের সব মসজিদে জুমার খুতবায় গুরুত্ব সহকারে আলোচনা করা এবং করোনা ভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্য মসজিদের সম্মানিত খতিব ও ইমাম সাহেবদের বিশেষভাবে অনুরোধ করা হলো।’
প্রসঙ্গত, এখন পর্যন্ত দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০, আইসোলেশনে আছেন ১৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩। তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এএইচ/