জ্বালানি তেলের রপ্তানি কমাবে সৌদি আরব
প্রকাশিত : ১৩:০৭, ১৩ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:০১, ১৪ জুলাই ২০১৭
অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটি আগামী আগস্ট মাসে পণ্যটির রফতানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
মূলত এ মৌসুমে অভ্যন্তরীণ চাহিদা মেটানো ও জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের আওতায় উত্তোলন হ্রাসের প্রতিশ্রুতি পূরণে এ উদ্যোগ।
বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের তীব্র চাহিদা থাকা সত্ত্বেও দরপতন ঠেকাতে ওপেকের প্রতিশ্রুতি পূরণে সৌদি প্রশাসন অঙ্গীকারবদ্ধ। আগামী আগস্টে আন্তর্জাতিক বাজারে পণ্যটির সরবরাহ দৈনিক ৬০ লাখ ব্যারেলের বেশি কমানো হবে দেশটি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগস্টে পণ্যটি রপ্তানির এ পরিমাণ হবে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১৭ সালে সৌদি আরব সর্বনিম্ন দৈনিক ৬৬ লাখ ব্যারেল তেল সরবরাহ করেছিল। আগামী মাসে এশিয়ার দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহের পরিমাণ দৈনিক দুই লাখ ব্যারেল কমানো হবে। এসব দেশের জন্য পণ্যটির বরাদ্দ ছিল দৈনিক ৩৫ লাখ ব্যারেল। সুত্র: রয়টার্স।
//আর//এআর
আরও পড়ুন