ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

জ্যেষ্ঠ ফটো সাংবাদিক এ জেড এম শহিদুল্লাহ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ১৭ আগস্ট ২০২৩

জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক নওরোজের ফটো সাংবাদিক এ জেড এম  শহিদুল্লাহ আর নেই। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় খিলগাঁও তিলপাপাড়া জামে মসজিদে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এর আগে বুধবার রাত ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। এসময়ে তার বয়স হয়েছিল ৭৩ বছর। 

তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এ জেড এম  শহিদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি