ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জ্যোতিষী বিড়াল আর্জেন্টিনাকেই এগিয়ে রাখল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ৩০ জুন ২০১৮ | আপডেট: ১০:১৪, ১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

শিয়া বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে পুরো ফুটবল জগৎ। এরইমধ্যে আজ শনিবার থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে। আজ আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ফ্রান্স। তবে বিশ্বকাপের জ্যোতিষী অ্যাকিলিস মেসিদের জন্য নিয়ে এলো সবচেয়ে বড় সুসংবাদ। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচে মেসিরই এগিয়ে রাখছে এই রুশ বিড়াল। জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস মনে করছে, নক-আউট পর্বের আজকের ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে মেসিরাই শেষ হাসি হাসবে।

আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচে আর্জেন্টিনাকেই জয়ী হিসেবে বেছে নিয়েছে অ্যাকিলিস। ফ্রান্স ও আর্জেন্টিনা পতাকা দেওয়া দুটি বোলের মধ্যে খাবার রেখে তার সামনে অ্যাকিলিসকে ছেড়ে দেওয়া হয়। বিন্দুমাত্র অপেক্ষা না করে আর্জেন্টিনার বোলটি থেকে খাবার বেছে নিয়ে মেসিদেরকেই সম্ভাব্য জয়ী দল বলে জানিয়েছে ওই বিড়াল বলে জানা গেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি