ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয় চায় স্পেন, মিরাকলের অপেক্ষায় রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে আগুনে পারফরম্যান্স দেখিয়ে রাশিয়া প্রথমবার খেলছে নকআউট পর্বে। শেষবারটি হয়েছিল সোভিয়েত ইউনিয়ন যখন টিকে ছিল। ৩২ বছর পর নক আউটে পৌঁছাতে পেরে অঘটনের অপেক্ষায় রয়েছে তাই রাশিয়া। অন্যদিকে রাশিয়ার প্রতিপক্ষ হয়ে মাঠে জয় তুলে নিতে চায় স্পেন। শেষ ষোলোর লড়াইয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে রাত ৮টায় মাঠে নামবে এ দল দুটি।

অঘটনের অপেক্ষায় থাকলেও স্পেনের বিরুদ্ধে ফল খুব ভালো নয় রাশিয়ার। ১০ বারের মুখোমুখি লড়াইয়ে একবারই জয় তাদের। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর দুটিতেই জয় স্পেনের। ড্র বাকি ৪টিতে। স্পেনের বিপক্ষে রক্ষণটাও খুব বেশি আগলে রাখতে পারেনি অতীতে। তিন খেলাতেই গোল হজম করেছে ১০টি। ২০০৮ ইউরোতে দুটি ম্যাচে গোল খেয়েছে ৭টি। অবশ্য সবশেষ নভেম্বরে প্রীতি ম্যাচের ফল প্রেরণা জোগাচ্ছে তাদের। ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে।

তাই নিজেদের পিছিয়ে রাখছেন না রাশিয়ান স্ট্রাইকার আরতিম জিউবা। তার কথাতেই স্পষ্ট অঘটনের অপেক্ষায় রয়েছে রাশিয়া, জিততে পারলে তো মিরাকল হবে। যে কোনও দলই নিজেদের ভালো দিনে যে কাউকে হারিয়ে দিতে পারে। তবে আমাদের পা মাটিতেই রয়েছে। দুটি ম্যাচ জিতলেও উরুগুয়ের কাছে ৩-০ গোলে হারের পর সেটা মাথায় রয়েছে বেশ ভালোভাবেই।

ম্যাচটা শক্তিশালী স্পেনের বিরুদ্ধে। সেটা ভালো করেই জানা আছে রাশিয়া কোচ স্তানিসলাভ চেরচিয়েসোভের। তাই প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টার কথাই বললেন তিনি, স্পেন যেভাবে খেলে তা আমাদের কাছে পরিষ্কার। ওদের বিপক্ষে ফাঁক বের করা কঠিন। তবে আমাদের চেষ্টা করতে হবে।

শেষ ষোলোর ম্যাচটি বাঁচা মরার লড়াই। হারলেই বাদ- তাই জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না স্পেন। দলটির ডিফেন্ডার দানি কারভাহাল মনে করছেন তেমনটা, এখন থেকে ম্যাচটি বাঁচা-মরার লড়াই। এখন ড্রয়ের জন্যে আপনি খেলতে পারবেন না। হয় জয়, নাহলে বাড়ি যাও।

আরকে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি