ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয় দিয়ে নতুন বছর শুরু বার্সেলোনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৫ জানুয়ারি ২০২৪

স্প্যানিশ লা লিগায় জয় দিয়ে নতুন বছর শুরু করলো বার্সেলোনা। লাস পালমাসকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে কাতালানরা।

পালমাসের মাঠে শুরুতে ধারহীন ছিল বার্সেলোনা। একাদশ মিনিটে জোয়াও ক্যানসেলোর ইনজুরিতে আরও কোনঠাসা হয়ে পড়ে দলটি। সেই সুযোগে এগিয়ে যায় পালমাস। 

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। 

দ্বিতীয়ার্ধে ফিরে খেলার ধার বাড়ায় কতালানরা। ৫৫ মিনিটে দলকে ম্যাচে ফেরান ফেরান তোরেস। এরপর অনেকগুলো সুযোগ পেয়েও নির্ধারিত সময়ে বল জালে জড়াতে ব্যর্থ হওয়ায় পয়েন্ট হারানোর শঙ্কার পড়ে বার্সেলোনা। 

যোগ করা সময়ে সুযোগ আসে কাতালানদের। স্পটকিক থেকে সে সুযোগ হাতছাড়া করেনি জার্মান ফরোয়ার্ড এলকাই গুন্দুয়ান।

শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। আর এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো দলটি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি