ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জয় দিয়ে বিশ্বকাপের প্রস্ততি সাড়তে মাঠে নামছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ২ অক্টোবর ২০২৩

বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর এবার ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে প্রস্ততি সাড়তে চায় টাইগাররা।

ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়ইটায় গৌহাটিতে।

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ হলেও বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচ হারলেও ভারতে এসে গা-গরমের ম্যাচে লঙ্কানদের কোনো সুযোগই দেয়নি টাইগাররা। 

বিশ্বকাপের জন্য মাঠে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ এবার ইংল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে মূলপর্বের লড়াই নামতে চায় বাংলাদেশ। 

এদিকে, টাইগাররা ভালো প্রস্তুতি সারলেও বৃষ্টির বাধায় প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি ইংল্যান্ডের। প্রস্তুতি ম্যাচ হলেও বিশ্বমঞ্চের লড়াইয়ের আগে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চটা দিতে চায় ইংলিশরা।

এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ২৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতে জয় ও ২৪টিতে হেরেছে টাইগাররা। এ বছরের মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি