ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

জয় দিয়েই সফর শেষ করল অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ৬ এপ্রিল ২০২২ | আপডেট: ০৯:১১, ৬ এপ্রিল ২০২২

২৪ বছর পর পাকিস্তান সফরে এসে টেস্ট সিরিজ জয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। এরপর ওয়ানডে সিরিজ হেরে যায় সফরকারীরা। তবে একমাত্র টি-টোয়েন্টি জিতে পাকিস্তান সফর শেষ করলো অজিরা।

মঙ্গলবার লাহোরে একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানের ১৬২ রান ৫ বল বাকি থাকতেই টপকে যায় বিশ্ব চ‍্যাম্পিয়নরা। ৩ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। 

দুই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক দুই অধিনায়ক। পাকিস্তানের হয়ে ৪৬ বলে ২ ছক্কা ও ৬ চারে ৬৬ রান করেন বাবর। ৪৫ বলে ফিঞ্চের ব‍্যাট থেকে ৬ চারে আসে ৫৫ রান। ম্যাচ সেরাও হন ফিঞ্চ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ট্রাভিস হেডকে ছক্কায় ওড়ান মোহাম্মদ রিজওয়ান। পরের ওভারে অভিষিক্ত বেন ডোয়ার্শিসকে চার মারেন বাবর। পরে ন‍্যাথান এলিসকে মারেন টানা তিন চার, ওভার থেকে আসে ১৪ রান।

ডোয়ার্শিসকে চমৎকার শটে রিজওয়ানের চারের পর দারুণ ড্রাইভে বাবরের ছক্কায় পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান তোলে ৫৬ রান।

তবে ভালো শুরুটা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। অষ্টম ওভারে রিজওয়ানকে বোল্ড করে ৬৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ক‍্যামেরন গ্রিন। পরের বলেই ফেরেন ফখর জামান। বেরিয়ে এসে ফুলটস বলে চড়াও হওয়ার চেষ্টায় ধরা পড়েন মিড অনে।

পরপর দুই বলে উইকেট হারানো দলকে টানা চেষ্টায় ৩৩ বলে পঞ্চাশ স্পর্শ করেন বাবর। খুশদিল শাহর সঙ্গে জমে উঠতে শুরু করে তার জুটি। কিন্তু অ‍্যাডাম জ‍্যাম্পাকে স্লগ সুইপে ছক্কায় ওড়ানোর পর আবার ড্রাইভ করে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েন বাবর।

ঝড় তোলার আগেই আসিফ আলিকে বিদায় করা এলিস পরের ওভারে দুই বলের মধ‍্যে বিদায় করেন খুশদিল ও শাহিন শাহ আফ্রিদিকে। মাঝে শন অ‍্যাবটকে ছক্কা-চার মেরে সেই ওভারেই বিদায় নেন হাসান আলি।

পাকিস্তানের ইনিংস দেড়শ’ ছাড়ায় উসমান কাদিরের ব‍্যাটে। ডোয়ার্শিসকে চার ও ছক্কার পর মারেন আরেকটি চার। ৬ বলে কাদির অপরাজিত থাকেন ১৮ রানে।

অস্ট্রেলিয়ার পেসার নাথান ইলিস ২৮ রানে নেন ৪ উইকেট।

রান তাড়ায় উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। প্রথম ৩ ওভারে আসে ৩৩ রান। চতুর্থ ওভারে হারিস রউফকে ছক্কা মারার পর এর পুনরাবৃত্তির চেষ্টায় ধরা পড়েন হেড। ভাঙে ৪০ রানের জুটি। এরপর শট খেলতে শুরু করেন অধিনায়ক ফিঞ্চ। কাদিরকে ছক্কা মেরে পরের বলে ধরা পড়েন কাভারে।

মার্নাস লাবুশেনের দ্রুত বিদায়ের পর পাক স্পিনার কাদিরকে টানা তিনটি চার মারেন মার্কাস স্টয়নিস। পরের ওভারে মোহাম্মদ ওয়াসিমকে টানা দুই চার মেরে ফিরে যান বোল্ড হয়ে। ৯ বলে পাঁচটি চারে ২৩ রান করেন স্টয়নিস।

পরের ওভারে গ্রিনকে দ্রুত বিদায় করে ম‍্যাচে উত্তেজনা ফেরান ওয়াসিম। তবে বেন ম‍্যাকডারমটকে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন ফিঞ্চ। ৩৭ বলে পঞ্চাশ ছুঁয়ে অবশ‍্য যেতে পারেননি বেশিদূর। ছক্কায় ম‍্যাচ শেষ করার চেষ্টায় ধরা পড়েন সীমানায়।

দুই বল পর অ‍্যাবটের অফ স্টাম্প উপড়ে ফেলেন আফ্রিদি। সেই ওভারে বাঁহাতি এই পেসার দেন কেবল ১ রান। তবে তার দারুণ বোলিং ব‍্যবধানই কমিয়েছে কেবল। রউফের করা শেষ ওভারের প্রথম বলে চার মেরে ম‍্যাচ শেষ করে দেন ম‍্যাকডারমট। তিন চারে ১৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন তিনি।

পাকিস্তানের পক্ষে আফ্রিদি, উসমান ও ওয়াসিম তিনজনই দুটি করে উইকেট শিকার করেন।

২৪ বছর পর প্রথমবারের মতো পাকিস্তান সফরে এসে জয় দিয়েই শেষ করল অস্ট্রেলিয়া। ১-০ তে তিন ম‍্যাচের টেস্ট সিরিজ জেতার পর তারা ২-১ ব‍্যবধানে হেরেছিল ওয়ানডে সিরিজ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও নিজেদের করে নিয়েছে অজিরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি