জয় পাওয়ার দাবি করেছেন এরদোয়ান
প্রকাশিত : ১০:০৫, ১৭ এপ্রিল ২০১৭
![তুরস্ক তুরস্ক](https://www.ekushey-tv.com/media/imgAll/2017April/vlcsnap-2017-04-17-10h04m19s39820170416230557.png)
তুরস্ক
তুরস্কে ঐতিহাসিক গণভোটে গণভোটে জয় পাওয়ার দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
এ ফলাফলের জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইয়িলদিরিম অভিনন্দন জানিয়েছেন এরদোয়ানকে। যদিও এ বিজয়ে প্রধানমন্ত্রীর পদটি বিলুপ্ত করা হবে। এদিকে, দেশটির প্রধান দুটি বিরোধী দল ফলাফল মেনে নেয়নি। অন্যদিকে সমর্থকদের দাবি, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের চেয়েও বেশি ক্ষমতাধর হবেন এরদোয়ান। এর আগে, নির্বাচনী সহিংসতায় তিন জন নিহত বলে জানা গেছে।
আরও পড়ুন