ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জয় পেয়েছে ডোমিনিকা চিবুলকোভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ২৯ মে ২০১৭ | আপডেট: ১৪:১১, ২৯ মে ২০১৭

ফেঞ্চ ওপেন টেনিসে সহজ জয় পেয়েছে ষষ্ঠ বাছাই ডোমিনিকা চিবুলকোভা। লারা অরুয়াবাররেনাকে হারিয়েছেন তিনি।
প্রথম সেটে ষষ্ঠ বাছাই স্লোভাকিয়ার ডোমিনিকা চিবুলকোভা ৬-২ গেমে সহজেই হারান স্পেনের লারা অরুয়াবাররেনাকে। এরপর দ্বিতীয় সেটে ঘুরে দাড়ানোর  চেষ্টা করেন এ স্প্যানিস তারকা। তবে চিবুলকোভার পাওয়ার শট ও প্লেসিংয়ের সামনে কুলিয়ে উঠতে পারেননি তিনি। ৬-১ গেমে সেট হেরে বিদায় নেন ফ্রেঞ্চ ওপেন থেকে। আর দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন ডোমিনিকা চিবুলকোভা।   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি