ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ২৭ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৯:৫৪, ২৭ এপ্রিল ২০১৭

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।
ফতুল্লায় রাকিবুল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ৪ উইকেটে জয় পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে খেলাঘর। জবাবে ৪ উইকেট হাতে রেখেই সহজ জয় তোলে নেয় মোহামেডান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রাকিবুল। সাভারের বিকেএসপির ৪ নম্বর গ্রাইন্ডে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১৩০ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। সেঞ্চুরি করেন প্রাইম ব্যাংকের দলপতি মেহেদি মারুফ। এদিকে, ৩ নম্বর গ্রাইন্ডে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি