ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান নয় : হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:৩১, ৪ ডিসেম্বর ২০১৭

মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগানো জয় বাংলাস্লোগানকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট এ রুলের জবাব দিতে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন আদালত।

সোমবার এক রিট শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে আদালত বলেন, জয় বাংলা স্লোগানই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জনগণকে একত্র করেছিল। এর ফলে আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিলাম।

/ আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি