ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জয় সঙ্গী করে ম্যাকগ্রা-ব্রেট লি’র শহরে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ২৫ অক্টোবর ২০২২ | আপডেট: ২২:১২, ২৫ অক্টোবর ২০২২

সিডনিতে বাংলাদেশ দল

সিডনিতে বাংলাদেশ দল

হোবার্টে অনেক স্বস্তি ও প্রাপ্তির জয় পেয়েছিল বাংলাদেশ দল। বৃষ্টির বাধা ডিঙিয়ে নেদারল্যান্ডসকে ৯ রানে হারায় বাংলাদেশ। ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় পেয়েছে টাইগাররা। টানা চার ম্যাচ হারের পর এমন নিশ্চিতভাবেই অনেক স্বস্তির। তার ওপর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টি-টোয়েন্টি-জয়ও বটে।

হোবার্ট থেকে জয়ের সুবাস নিয়ে মঙ্গলবার সিডনিতে এসে পৌঁছায় বাংলাদেশ দল। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা-ব্রেট লি’র শহর সিডনিতে পৌঁছে যায় টাইগাররা।

সিডনির হায়াত রিজেন্সি হোটেলে উঠেছে বাংলাদেশ দল। তবে বিমান ভ্রমণের পর এদিন কোনো অনুশীলন রাখা হয়নি, বিশ্রামে আছেন ক্রিকেটাররা।

অনুশীলনহীন দিনের বিকেলটা কাজে লাগাতে তাই সিডনি ঘুরতে বের হয়েছেন ক্রিকেটাররা। অনেকেই সিডনির বিখ্যাত অপেরা হাউস দেখতে গিয়েছেন। কয়েকজন সতীর্থকে নিয়ে সেখানে তোলা ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন লিটন দাস।

বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই অনুশীলন করবে সাকিব বাহিনী। ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।

হোবার্টে বাংলাদেশ জিতলেও পয়েন্ট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তাইতো পয়েন্ট ভাগাভাগি করেছে দুই আফ্রিকান দল।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি