ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে প্রতিমা তৈরীতে কারিগরের অভাব

প্রকাশিত : ১২:২২, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:২২, ৩ অক্টোবর ২০১৬

সারাদেশে এখন শারদীয় দর্গোৎসবের আমেজ। তবে কারিগর আর অর্থ সংকটে পূজোর প্রস্তুতি শেষ করতে পারেনি জয়পুরহাটের বিভিন্ন মন্দির। দেশের অন্যান্য জায়গায় যেখানে জাঁকজমকভাবে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা, সেখানে জয়পুরহাটের মন্দিরগুলোতে প্রতিমা নির্মাণের কাজ চলছে ধীর গতিতে। পূজোর ঘণ্টা বাজলেও এখনোর রং উঠেনি প্রতিমার গায়ে। জয়পুরহাটের বিভিন্ন মন্দিরে উৎসব আয়োজনে ভাটা। একদিকে প্রতিমা তৈরীতে কারিগরের অভাব অন্যদিকে অর্থ সংকটের কারনে প্রস্তুতি নিতে পারেনি অনেক মন্দিরই। জেলার সবচেয়ে বড় মন্দির মাদারগঞ্জ দুর্গা মন্দিরে প্রতিবছর জাঁকজমকভাবে পুজা হলেও এবার কারিগরের অভাবে প্রতিমা তৈরির কাজই শেষ হয়নি। এদিকে কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরেও প্রতিমা তৈরীর কাজ চলছে ঢিলেঢালাভাবে। পূজো সফল করতে সরকারি বরাদ্দের দাবি জেলা পুজা উৎযাপন কমিটির। তবে সব কিছু ছাপিয়ে শেষ অবধি উৎসবে বর্ণিল হবে দেবী দূর্গার আরাধনা, এমনটাই প্রত্যাশা জয়পুরহাটবাসীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি