ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে বিজিবি’র কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:১৭, ১৪ জুলাই ২০১৯

সীমান্তের অতন্দ্র প্রহরী বডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যদের মধ্যে কুস্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। দৃঢ় মনোবল ও শারীরিক শক্তি বৃদ্ধিসহ সুস্থ ধারার খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার চূড়ান্ত পর্বে জয়ী বিজিবি সদস্যদের মাঝে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন মাঠে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জালাল গনি খাঁন বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার লে. কর্ণেল গাজী নাহিদুজ্জামান, জয়পুরহাট- ২০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল রাশেদ মো. আনিসুল হকসহ বিজিবি’র কর্মকর্তাবৃন্দ। 

এ প্রতিযোগিতায় রংপুর, সরাইল, যশোর, কক্সবাজার ও চট্টগ্রামসহ ৫টি রিজিয়নের ১০০ কুস্তিগীর অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর চ্যাম্পিয়ন ও দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি