জয়পুরহাটে মাল্টা চাষে সাবলম্বী কৃষকরা (ভিডিও)
প্রকাশিত : ১০:৫৩, ২ জুলাই ২০১৮ | আপডেট: ১২:২৩, ২ জুলাই ২০১৮
জয়পুরহাটে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ। গাছে ভালো ফল আসতে শুরু করায় খুশি চাষীরা। অধিক ফলন পাওয়ায় প্রথম বছরেই লাভের স্বপ্ন দেখছেন মাল্টা চাষীরা। এদিকে, কৃষি বিভাগ মনে করছে, জয়পুরহাট থেকে মাল্টা চাষ ছড়িয়ে পড়বে উত্তরাঞ্চলের সব জেলায়।
জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলার সমান্তাহার গ্রামের রওশন জামিল। টেলিভিশনে দেখে উদ্বুদ্ধ হন মাল্টা চাষে। কৃষি বিভাগের পরামর্শে, ২০১৬ সালে সাড়ে সাত বিঘা জমির উপর ৭শ’ গাছ দিয়ে শুরু করেন মাল্টা চাষ। প্রথমে সব মিলিয়ে তার খরচ হয় ৫ লক্ষাধিক টাকা।
গাছে ভালো ফল আসায় প্রথম বছরেই খরচের টাকা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন মাল্টা চাষী রওশন জামিল। বাগানের পাশাপাশি মাল্টার বীজও করছেন তিনি।
জামিলের মাল্টার বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকের। অনেক চাষীই এখন আগ্রহী হয়েছেন মাল্টার বাগান করতে।
মাল্টা বাগান পরিচর্যায় সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য স্থানেও সরবরাহ করার আশা করছেন মাল্টা চাষীরা।
আরও পড়ুন