ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ৪১ বাসযাত্রী নিহতের ঘটনার ১০ বছর পেরিয়েও, নির্মিত হয়নি রেলগেট

প্রকাশিত : ১৭:৪১, ১৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৪১, ১৫ জুলাই ২০১৬

জয়পুরহাটের আক্কেলপুর রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ৪১ বাসযাত্রী নিহতের ঘটনার ১০ বছর পেরিয়েও, নির্মিত হয়নি রেলগেট। দুর্ঘটনার পর তদন্ত কমিটির রেলগেট নির্মাণের সুপারিশ দেখেনি আলোর মুখ। ব্যস্ত এ আঞ্চলিক সড়কে ঝুঁকি নিয়ে রেললাইন পার হচ্ছে যানবাহন। এছাড়া, জেলার আরো কয়েকটি ক্রসিংও অরক্ষিত। ২০০৬ সালের ১১জুলাই আক্কেলপুরে রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় দুর্ঘটনায় প্রাণ হারান ৪১ বাসযাত্রী। এরপর ২০০৯ এ কাশিয়াবাড়িতেও একইভাবে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে মারা যান ১৪জন। জয়পুরহাট জেলার অন্যান্য রেল ক্রসিংয়েও দুর্ঘটনা লেগেই আছে। <ংঃৎড়হম> রেলওয়ের তদন্ত কমিটি আক্কেলপুর ক্রসিংয়ে রেলগেট নির্মানের সুপারিশ করলেও, সড়ক ও জনপথ বিভাগ এখোনো সেখানে বরাদ্দ দেয়নি। এ অবস্থায় ১০ বছর ধরে অরক্ষিত এ রেল ক্রসিংয়ে, যানবাহন পার হচ্ছে ঝুঁকি নিয়ে। অস্থায়ীভাবে বাস-ট্রাক মালিক সমিতি সেখানে একজন নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে, ক্রসিংগুলোর অনুমোদন নেই। তবে সওজ উদ্যোগ নিলে তারা সহযোগিতা করবেন। সড়ক বিভাগ আর রেল বিভাগের রশি টানাটানি শেষ করে, অরক্ষিত রেলক্রসিংগুলোকে ঝুঁকিমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেয়া হবে এমনটি প্রত্যাশা এ অঞ্চলের মানুষের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি