জয়পুরহাটে সংঘর্ষে ২ আ’লীগকর্মী নিহত
প্রকাশিত : ১১:০৭, ১৭ মার্চ ২০১৯
জয়পুরহাটে কালাই উপজেলায় দুপক্ষের সংঘর্ষে দুই আওয়ামী লীগকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতরা হলেন- আফতাব সরকার (৫০) প্রনথ ইউনিয়নের মোল্লাপাড়ার মৃত সাত্তার সরকারের ছেলে এবং রতন (৪৫) উপজেলার মহিশ্যাপাড়া এলাকার মৃত চারু মহন্তের ছেলে।
শনিবার রাতে কালাই উপজেলার মুসলিমগঞ্জ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। কালাই থানার ওসি আবদুল লতিফ খান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতর গোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালাই উপজেলার সদ্য নির্বাচিত চেয়ারম্যান মিনফুজুর রহমানের সঙ্গে একই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলীর বিরোধ চলছিল।
এ নিয়ে শনিবার রাতে উদয়পুরের মসলিনগঞ্জ বাজারে ওয়াজেদ আলীর সমর্থকদের সঙ্গে মিনফুজুরের সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ৩২ জন আহত হন। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফতাবের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান রতন। নিহতরা মিনফুজুরের সমর্থক ছিলেন।
টিআর/
আরও পড়ুন