জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে ৬ জনের মৃত্যু
প্রকাশিত : ১১:৩৭, ৩১ জুলাই ২০১৯ | আপডেট: ১৮:২৪, ৩১ জুলাই ২০১৯
জয়পুরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংক ছাদের সাটারিং খুলতে নেমে ঘটনাস্থলেই বাড়ির মালিকের ছেলে, ভাই, শ্রমিকসহ ৬ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন শ্রমিক।
বুধবার সকাল ৯টায় আক্কেলপুর থানায় জাফরপুর হিন্দুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে জয়পুরহাটের আক্কেলপুরের জাফরপুর হিন্দুপাড়া গ্রামের নিখিল চন্দ্রের বাড়ীতে নতুন সেপটিক ট্যাংকের ছাদের কাঠ খুলতে নামেন ৪ শ্রমিক। তারা ভেতরে অসুস্থ হয়ে পড়ায় উদ্ধারে নামের বাড়ির মালিক নিখিল চন্দ্রের ছেলে প্রিতম চন্দ্র ও তার ভাই ভূট্টু চন্দ্র। তারাও অক্সিজেনের অভাবে ট্যাংকের ভিতরেই অসুস্থ হয়ে পড়ে যান। পরে নিখিল চন্দ্র সবাইকে পড়ে থাকতে দেখে জ্ঞান হারান। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে।
বিষাক্ত গ্যাসে অসুস্থ আরও কয়েকজনকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ ঘটনায় প্রীতম চন্দ্র নামে অপর অসুস্থ ব্যক্তি আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন