জয়পুরহাটের বিউটি পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় সফল
প্রকাশিত : ১১:৫৩, ১৩ মে ২০১৭ | আপডেট: ১৩:০৬, ১৩ মে ২০১৭
ইচ্ছা শক্তি থাকলে যে শারীরিক প্রতিবন্ধকতা জয় করা যায়, তার প্রমাণ জয়পুরহাটের ক্ষেতলালের বিউটি আকতার। দুটি হাত না থাকা সত্ত্বেও দমে যায়নি সে। পা দিয়ে লিখেই সাফল্য অর্জন করেছে এসএসসি পরীক্ষায়। লেখাপড়া শেষে আদর্শ শিক্ষক হতে চায় অদম্য বিউটি।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুরের বায়েজিদ প্রামাণিক ও রহিমা বেগমের মেধাবী কন্যা বিউটি। জন্ম থেকেই তার দুটি হাত একদম ছোট এবং অকেজো। তাই পা দিয়েই সব কাজ করতে শিখে নিয়েছে সে।
দরিদ্র পরিবারের সন্তান বিউটি গৃহস্থালী কাজের পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যাচ্ছে সমান তালে। প্রতিবন্ধকতাকে জয় করে এ’বছর এসএসসিতে ‘এ’ প্লাস পেয়েছে সে।
ভবিষ্যতে শিক্ষক হিসেবে প্রতিবন্ধী এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চায় বিউটি।
গ্রামের মানুষও বিউটিকে অনুকরণীয় দৃষ্টান্ত বলে মনে করে।
বিউটি ভাল ফলাফল করেছিলো পিইসি এবং জেএসসিতেও। স্কুলে নিয়মিত উপস্থিতি এবং মনোযোগী হওয়ায় শিক্ষকদের সহানুভূতি ছিল তার প্রতি।
বিউটির উচ্চ শিক্ষার ক্ষেত্রে তার পাশে থাকার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সবার সহযোগিতায় বিউটি এগিয়ে যাবে কাঙ্খিত লক্ষ্যের দিকে-এ প্রত্যাশা সবার।
আরও পড়ুন