ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়রত চললেই বার্সা-পিএসজির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ১৯ অক্টোবর ২০১৭

ইউরোপ সেরা প্রতিযোগিতায় জয়ের ধারা অব্যাহত রয়েছে স্পেনিশ জায়ান্ট বার্সালোনা ও ফ্র্যাঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। ঘরের মাঠে অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। অন্যদিকে অ্যান্ডারলেখটকে ৪-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি।

ন্যু ক্যাম্পে ‘ডি’ গ্রুপের ম্যাচে ১৮ মিনিটেই দিমিত্রিয়োস নিকোলোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। তবে বিরতির আগে জেরাল্ড পিকে লাল দেখলে ১০ জনের দলে পরিণত হয়ে কাতালানরা। ম্যাচের ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাত্র তিন মিনিট পর তৃতীয় গোলটি করেন লুকাস দিগনে। এই গোলটির পেছনেও ছিল মেসির পায়ের জাদুকরি ছোঁয়া। শেষ মুহূর্তে বার্সার জালে বল জড়িয়ে ব্যবধান কিছুটা কমান আত্মগাতী গোল করা সেই দিমিত্রিয়োস নিকোলোই। আজকের ম্যাচে গোল করে দ্বিতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি করলেন মেসি। এর আগের এই কীর্তি গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ’ডি’র শীর্ষে রয়েছে বার্সা।

এদিকে দিনের অপর ম্যাচে অ্যান্ডারলেখটকে ৪-০ গোলে ‍উড়িয়ে দিয়েছে নেইমার-কাভানির পিএসজি। অ্যান্ডারলেখটের মাঠে শুরুতেই এগিয়ে যায় পিএসজি। ম্যাচের তৃতীয় মিনিটেই লিড এনে দেন এমবাপে। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ কারেন উরুগুয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানি। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে পিএসজি।

ম্যাচের ৬৬ মিনিটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর ৮৮ মিনিটে ডি মারিয়া বেলজিয়ামের ক্লাবটির কফিনে শেষ পেরেকটি মারলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। টানা তিন জয়ে ’বি’ গ্রুপের শীর্ষে রয়েছে পিএসজি।

এছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিক, ‍জুভেন্টাস, ম্যনচেস্টার ইউনাইটেডও। তবে রোমার সাতে ৩-৩ গোলে ড্র করেছে চেলসি।

 

সূত্র: গোলডটকম

এমআর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি